‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রচারাভিযান’ – বাগেরহাট জেলা কমিটি গঠন

February 14, 2016 | By | Reply More

12717635_570768406409266_4688084626610612789_nগণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির আলোকে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সুষম উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ‍্য নিয়ে সম্প্রতি বাগেরহাটে ”জেলা প্রচারাভিযান কমিটি” গঠিত হয়েছে৷ গভার্ণেন্স এডভোকেসি ফোরাম, জাতীয় পর্যায়ের কমিটির সম্বনয়কারীর আমন্ত্রণে এবং বাগেরহাটের স্থানীয় এনজিও উদয়ন বাংলাদেশের ব্যবস্থাপনায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়৷ প্রাথমিকভাবে এ কমিটি নিন্মোক্ত উদ্দেশ্যসমুহ বাস্তবায়নের লক্ষে‍্য প্রচারাভিযান কার্যক্রম পরিচালনা করবে৷

  • কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার পক্ষে প্রচারণা৷
    গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত আইনের পক্ষে জনমত সংগঠিত করা৷
    গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় নীতি-নির্ধারকদের প্রভাবিত করা৷

জেলা পর্যায়ে গঠিত কমিটির সভাপতি হিসাবে ”ভয়েস অফ সাউথ বাংলাদেশের” নির্বাহী পরিচালক মো: শহীদুল ইসলাম এবং সাধারন সম্পাদক হিসাবে উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক, শেখ আসাদুজ্জামানকে নির্বাচিত করা হয়৷ এ ছাড়াও কমিটিতে স্থানীয় এনজিও ওয়াদা, আপন, আশার আলো, আদর্শ মহিলা সংস্থা, সেভ দি ভিলেজার্স, সেভ সহ অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দদের সদস্য হিসাবে মনোনিত করা হয়৷

উল্লেখ্য, জেলা প্রচারাভিযান কমিটির আশুলক্ষে‍্যর মধ্যে রয়েছে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রচারাভিযান’ বিষয়ক র‍্যালি, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সেমিনারসহ ব্যাপক প্রচারনা পরিচালনা করা৷

Tags: , , ,

Category: Press Release

Leave a Reply

You must be logged in to post a comment.